Municipal Recruitment 2023 –
রাজ্যের বেকারদের জন্য পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য সুখবর! রাজ্য সরকার সম্প্রতি গ্রুপ-সি স্তরের কর্মচারী নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ শূন্যপদ অনুযায়ী নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা উক্ত পদগুলিতে আবেদনের যোগ্য।

পশ্চিমবঙ্গের একটি পৌরসভা অর্থাৎ একটি মিউনিসিপ্যালিটিতে গ্রুপ-C পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কি কি পদে চাকরি জন্য নিয়োগ করা হবে, মোট কয়টি শূন্যপদ খালি আছে, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে চাকরি বিষয়ে আলোচনা করা হল। Municipal Recruitment2023 – মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের পৌরসভা অফিসে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ।
Trending Jobs Post More Apply:-
- भारत के सभी शहरों में होम सर्वेंट जॉब्स 2025 – पूरी जानकारी
- ২০২৬ সালের সেরা রিওয়ার্ড পয়েন্ট ক্রেডিট কার্ড – Best Bank Credit Card for Rewards Points Earn 2026 (বাংলা)
- সিটি সেন্টার বার্গার কিং সেলসম্যান জব Siliguri ২০২৬ – চাকরির পূর্ণাঙ্গ গাইড
- ২০২৬ সালের সেরা SIP মিউচুয়াল ফান্ড স্কিমগুলি – বিনিয়োগের জন্য সম্পূর্ণ বাংলা গাইড
- ২০২৬ সালের জন্য সেরা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডস – একটি পূর্ণাঙ্গ গাইড
Rishra Municipality Recruitment 2023?
| নিয়োগকারী সংস্থা: | পশ্চিমবঙ্গের পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে গ্রুপ-C পদে। |
| নিয়োগ স্থান: | রাজ্যের হুগলি জেলার রিষড়া মিউনিসিপ্যালিটি |
| শিক্ষাগত যোগ্যতা: | মাধ্যমিক পাশ |
Municipal Recruitment 2023 মোট শূন্যপদ:-
রাজ্যের হুগলি জেলার রিষড়া মিউনিসিপ্যালিটিতে এই নিয়োগটি (Municipal Recruitment) করা হবে। গ্রুপ-C পদে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
পদের নাম – ক্লাসিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Clerical Assistant ৩ টি শূন্যপদ রয়েছে এবং ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট / Cleaning Assistan এর জন্য ৩ টি শূন্যপদ রয়েছে।
Municipal Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-
যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটার দক্ষতা থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ক্লাসিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Clerical Assistant ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসেব ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী করা হবে। ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট / Cleaning Assistant ক্ষেত্রে ৪০ বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সের হিসেব ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী করা হবে। Municipal Recruitment2023 – মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের পৌরসভা অফিসে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ।
Municipal Recruitment 2023 মাসিক বেতন:-
ক্লাসিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Clerical Assistant চাকরি পদের ক্ষেত্রে প্রার্থীদের মাসিক ৯,০০০ টাকা বেতন দেওয়া হবে।
ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট / Cleaning Assistant পদের ক্ষেত্রে প্রার্থীদের মাসিক ৫,০০০ টাকা বেতন নির্ধারিত করা হয়েছে।
Municipal Recruitment 2023 আবেদন পদ্ধতি:-
Municipal Recruitment উল্লেখিত পদগুলিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের ৩ নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করে ফিলাপ করতে হবে এবং তারপর আপনাদের আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তারপর আপনাদের ইন্টারভিউ জন্য ডাকা হবে। Municipal Recruitment2023 – মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের পৌরসভা অফিসে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ।
আবেদন পাঠাবার ঠিকানা:-
প্রার্থীরা যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবেন সেটি হল-
The Chairman,
Rishra Municipality,
49/56/57 Rabindra Sarani,
Rishra, Hooghly, 712248,
Municipal Recruitment 2023 আবেদনের পাঠানোর সময় সীমা:-
উল্লেখিত চাকরি পদগুলিতে 30/06/2023 তারিখ বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
এই পদগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা খুব বেশি না হলেও আবেদন করা যাবে,তাই সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারেন। তাহলে এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়া নেবেন এটি গুরুত্বপূর্ণ। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন। Municipal Recruitment2023 – মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের পৌরসভা অফিসে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ।
Plz Note:-
BengaliHomeJobs এই ওয়েবসাইট টি কোনো চাকরি দেয়না শুধু চাকরি বিষয়ে এবং অন্যান্য বিষয় বস্তু নিয়ে পোস্ট করা হয় । যদি আপনার আমাদের এই পোস্টটি বিষয়ে দেখবার পর চাকরি জন্য অ্যাপ্লাই করে থাকেন কিংবা চাকরি জন্য আপনাদের কাছে টাকা চেয়ে থাকে তাহলে BengaliHomeJobs.Co.In কৃতপক্ষ দায়ী থাকবে না যা করবেন নিজের ওপর ডিপেন্ড করে করবেন । সম্পূর্ণ চাকরি বিষয় টি দেখবার জন্য আপনাদের কে অনেক ধন্যবাদ তাছাড়া আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন চাকরি বিষয়ে আপডেট পাবের জন্য আমি নিচে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক শেয়ার করেছি আপনারা সেটাতে ক্লিক করুন তারপর আমাদের গ্রুপে জয়েন করুন।

2 thoughts on “Municipal Recruitment2023 – মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের পৌরসভা অফিসে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ।”